প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৮:০০ এএম (ভিজিট : ১৪৬)
জাতি, বর্ণ-ধর্মবৈষম্যের অবসানের মধ্য দিয়ে ভালোবাসার বার্তা নিয়ে নতুন গান প্রকাশ করেছেন সংগীতশিল্পী কৃষ্ণকলি ও তার দল। ‘ভালোবাসি ভালোবাসি বলে’ শিরোনামের গানটি গত সোমবার রাতে ইউটিউবে প্রকাশ করা হয়। এই গানের কথা ও সুর করার পাশাপাশি গানটিতে কণ্ঠও দিয়েছেন কৃষ্ণকলি।
ইউটিউবে গানটি প্রকাশের ট্যাগলাইনে লেখা আছে- ‘২০২৪-এর এই অভ্যুত্থান, ছাত্র-জনতার অনেক রক্তের বিনিময়ে পাওয়া। অনেক বছরের দমবন্ধ গুমোট হাওয়া বদলের আশায় এত প্রাণ বিসর্জন। সম্মানের, ভালোবাসাময় এক দেশ, এক পৃথিবী দেখার আশা আমাদের সাধারণ জনমনে। এই গান সেই স্বপ্ন ধারণ করেন যারা তাদের প্রতি, সব কালের স্বপ্নদর্শী সব শহীদের প্রতি।’
কৃষ্ণকলি ২০১৭ সালে লিখেছিলেন গানটা। এরপর বিভিন্ন কনসার্টে গেয়েছেন।
সময়ের আলো/আরএস/