ই-পেপার মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
ই-পেপার

মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪

মা কাজে ব্যস্ত, শিশু আয়েশা ভাসছিল ডোবার পানিতে
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৪৪ এএম  (ভিজিট : ২৬০)
নড়াইলের লোহাগড়া উপজেলায় ডোবার পানিতে ডুবে আয়েশা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশু উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ বিল্লাল আলীর কন্যা।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ আগে ছোট্ট আয়েশা নিজ গ্রামের বাড়ি শামুকখোলা থেকে তার মায়ের সাথে পার্শ্ববর্তী সত্রহাজারি গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে যায়। এদিন বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে বাড়ির উঠানে খেলছিলো আয়েশা। এসময় তার মা ও অন্যন্য লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। পরে তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশেই থাকা ডোবাতে আয়েশাকে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় ও মানবিক দিক বিবেচনায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/আরআই



আরও সংবাদ   বিষয়:  পানিতে ডুবে শিশুর মৃত্যু   নড়াইল  




https://www.shomoyeralo.com/ad/1698385080Google-News-Update.jpg

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close