ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

বাবা
প্রকাশ: শনিবার, ১৫ জুন, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ৫২)
বাবা কিনে এনেছিল শিশুপাঠ বই,
তাই নিয়ে ছোটবেলা কত হৈচৈ।
অ আ ক খ প্রথম সে পড়া,
বাবাই ছবি দেখে শেখাতেন ছড়া।
পড়া থেকে লেখালেখি আর স্কুল,
বাবা শুধরে দিতেন ছোটখাটো ভুল।
এভাবে শেষ হলে স্কুলের পাঠ,
বাবার হাত ধরেই কলেজের মাঠ।
মেসের ডালভাত আরেক জীবন,
বাবা থেকে দূরে থাকার শুরু সেই ক্ষণ।
তারপর পড়া শেষে চাকরির খোঁজ,
বাবাই প্রেরণা দিতেন অহ আর রোজ।
একদিন ভাগ্যবলে মিলে গেল তাও,
আমি থাকি শহরে, বাবা সেই গাঁও।
এখানে অফিসে কাজ আর কাজ,
বাবার শরীরে বাড়ে বয়সের ভাঁজ।
বাবাকে দেখার বেশি হলো না সময়,
বিধাতার ঘড়িটাতে দম যে ফুরায়।
একদিন চিরতরে দিয়ে গেলেন ফাঁকি,
এখন আর কারে বলো বাবা বলে ডাকি?




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close