ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

খানাখন্দে ভরা কাপাসিয়া-ভাকোয়াদী সড়ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ৩৮)
গাজীপুরের কাপাসিয়া থেকে বরুন হয়ে ভাকোয়াদী বাজার পর্যন্ত আট কিলোমিটার সড়কের বেশিরভাগ জায়গায় পিচ উঠে গেছে। ছোট-বড় গর্তে ভরপুর সড়কটি চলাচলের প্রায় অনুপযুক্ত। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীরা।
সরেজমিন দেখা গেছে, সড়কটি খনাখন্দে ভরা। অনেক স্থানে সড়ক ভেঙে পড়েছে পাশের পুকুর-ডোবায়। এর মধ্যে খোদাদিয়া ও কোটবাজালিয়া এলাকার অবস্থা বেশি খারাপ। প্রতিদিন এ সড়ক দিয়ে কাপাসিয়া সদর ইউনিয়ন ও চাঁদপুর ইউনিয়নের প্রায় ২৫ গ্রামের হাজার হাজার বাসিন্দা চলাচল করে। অন্তত ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরা এ পথেই যাতায়াত করে।
এলাকাবাসী জানান, সড়কটির চার কিলোমিটার পড়েছে কাপাসিয়া সদর ইউনিয়নে বাকি চার কিলোমিটার পড়েছে চাঁদপুর ইউনিয়নে। কলেজছাত্র আসিফ অহমেদ বলেন, সড়কের খারাপ অবস্থার কারণে প্রতিদিন ক্লাসে যাওয়া হয় না। কাপাসিয়া বাজারের ব্যবসায়ী নাঈম সর্দার বলেন, দোকানে আসা-যাওয়ার পথে যানবাহনের ঝাঁকুনিতে শরীর ব্যথা হয়ে যায়। কোটবাজালিয়া বাজারের পিকআপ ভ্যানের চালক খেরশেদ অলম ও কাশেম বলেন, এ সড়ক দিয়ে বর্তমানে গাড়ি চলাচলের কোনো অবস্থা নেই। ১০ মিনিটের জায়গা পার হতে সময় লাগে ৩০ মিনিট। অটোরিকশাচালক সোলাইমান হোসেন বলেন, বেহাল এ সড়কে গাড়ি চালালে প্রায়ই বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়।
সড়কটির সংস্কারের বিষয়ে জানতে চাইলে গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল বারেক সময়ের আলোকে বলেন, সড়কটির টেন্ডার হয়েছে। শিগগিরই মেরামত করা হবে।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close