ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সালথায় কাগদী বাজার সংলগ্ন ব্রিজ যেন মারণফাঁদ
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ৪৮)
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার সংলগ্ন কাগদী খালের ওপরের ৩০ বছরের পুরনো একটি আরসিসি ব্রিজ যেন মারণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজটির এক অংশ ধেবে গেছে, অপর অংশে রেলিং ভাঙা। যাতায়াতের একমাত্র পথ হওয়ায় ঝুঁকিপূর্ণ জেনেও ব্রিজটি দিয়ে হাজারও মানুষ যাতায়াত করছে।
জানা যায়, এলাকার লোকজন পাট, পেঁয়াজ, ধান, গমসহ যাবতীয় কৃষিপণ্য নিয়ে কাগদী বাজারে যায়। ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙে পড়ে গেছে। মানুষ ঝুঁকি নিয়ে পার হয়। মাসখানেক আগে ব্রিজের মাঝের দুটি পিলার ধেবে যায়। এলাকার প্রবীণরা বলেছেন, এরশাদ সরকারের আমলে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ব্রিজটি যেকোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা প্রকাশ করে তারা দ্রæতের সংস্কারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ ব্যাপারে উপজেলা উপসহকারী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, আমার জানা মতে যখন সালথা-নগরকান্দা নিয়ে একটি উপজেলা ছিল, তখন ব্রিজটি তৈরি করা হয়। আমাদের সালথা অফিসে এর কোনো রেকর্ড নেই। তবে আমরা ব্রিজটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাব পাঠিয়েছি।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close