ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সেল ফোনে তিন মিনিটের বেশি কথা নয়
প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯, ২:২৬ পিএম  (ভিজিট : ৪৩৮)
ফাইল ছবি

ফাইল ছবি

অনেকে সেল ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন। তাদের ধারণা, এতে তেমন কিছু হবে না। কিন্তু এই ধারণা সঠিক নয়। সেল ফোনে বড়জোর একটানা তিন মিনিট কথা বলা যেতে পারে, এর বেশি কথা বলা ঠিক নয়। তিন মিনিট কথা বলার পর কমপক্ষে আধা ঘণ্টা বিশ্রাম নিলে তা কানের জন্য ভালো। এই আধা ঘণ্টা অন্য কোনো ম্যাগনেটিক ডিভাইস বা অন্য কিছু কানে দেওয়াও ঠিক নয়। আধা ঘণ্টা পর আবার কথা বলা যাবে।

যারা ঘণ্টার পর ঘণ্টা সেল ফোনে কথা বলেন, বিশেষ করে যারা কল সেন্টারে কাজ করেন, পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তাদের অনেকেরই শ্রবণশক্তি হ্রাসজনিত দীর্ঘস্থায়ী সমস্যা হয়। কেননা দীর্ঘক্ষণ একটানা কথা বললে এর প্রতিক্রিয়া হিসেবে প্রথম দিকে কানে শো শো আওয়াজ হয়। প্রাথমিক চিকিৎসা করে তা বন্ধ না করা গেলে পরবর্তী সময়ে কানের ভেতরের স্নায়ুক্ষয় হয়ে তিনি সম্পূর্ণ বধির হয়ে যেতে পারেন। তাই সবার প্রতি পরামর্শ, সেল ফোনে একটানা তিন মিনিটের বেশি কথা নয়।

লেখক : ইএনটি বিশেষজ্ঞস্বাস্থ্য পরামর্শ




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close