বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় পলাতক ৮ আসামির মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন।
অপরদিকে, তিন শিশু আসামি রাতুল, নাজমুল ও তানভীরের জামিন শুনানির আবেদন শিশু আদালতে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া পলাতক ৮ আসামির মালামাল ক্রোকের পরোয়ানা জারির নির্দেশ দেন আদালত। মামলার পরবর্তী তারিখ ১৬ অক্টোবর জারি করা হয়েছে।
এই মামলার ধার্য তারিখে বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নিসহ মামলার অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। এদিন, প্রধান আসামি রিফাত ফরাজী ও আসামি টিকটিক রিদমের জামিন আবেদন করা হলে আদালত নামঞ্জুর করেন।