বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২১টি পদের বিপরীতে ২৬টি ফর্ম জমা পড়েছে। এর মধ্যে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের প্রার্থিতা বাতিল হওয়ায় এই পদে জ্যাকি আলমগীর বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সুব্রত ও কোষাধ্যক্ষ পদে ফরহাদের বিপরীতে কোনো প্রার্থী না থাকায় তারাও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনের শুরু থেকেই মিশা-জায়েদ প্যানেলের বিপরীতে চিত্রনায়িকা মৌসুমী স্বতন্ত্র সভাপতি প্রার্থী হয়ে লড়ছেন।