ইউরোতে স্পেনের হয়ে খেলবেন ফাতি!
ক্রীড়া ডেস্ক
|
চলছে ২০২০ ইউরোর বাছাইপর্বের লড়াই। ‘এফ’ গ্রুপে ছয় ম্যাচের সবকটিতে জিতে শক্ত অবস্থানেই আছে স্পেন। কিন্তু সেটা ছাড়িয়ে দেশটির ফুটবলে আলোচনার শীর্ষে বার্সেলোনার ফরোয়ার্ড আনসু ফাতি। স্পেনের অনূর্ধ্ব-২১ দলে সুযোগ পাওয়া গিনিয়ার বংশোদ্ভূত ১৬ বছর বয়সি বিস্ময়বালকে দেখা যেতেও পারে আসন্ন ইউরোতে। এমনটাই জানিয়েছেন স্পেনের কোচ রবার্তো মরেনো। |