ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সিলেটে কেন্দ্রীয় ট্রাক টার্মিনাল উদ্বোধন করলেন পরিকল্পনামন্ত্রী
প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ৮৮)
সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন ‌‌সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনাল উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
উদ্বোধনকালে মন্ত্রী বলেন, ট্রাক বা বাস চালকরা এখানে বিশ্রাম করে যাতে তারা কাজে বের হতে পারেন এ জন্য এটি নির্মাণ করা হয়েছে। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনাল নির্মাণ করা হয়। সিলেটের দক্ষিণ সুরমাস্থ কদমতলীতে সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই ধরনের কাজ আমাদের শহরে যত বেশি হবে, সিলেটবাসীর জন্য আরও মঙ্গল হবে। আপনারা যত পারেন প্রকল্প দেন আপনাদের অপ্রাধিকারভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর রেজওয়ান আহমদ, তৌফিক বক্স লিমন, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান।








সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close