ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বিবাহিত ও ডিভোর্সি নারীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতা
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯, ৫:২৩ পিএম আপডেট: ২১.১০.২০১৯ ৫:৪৩ পিএম  (ভিজিট : ৪৬৬)
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিসেস ওয়ার্ল্ড বাংলাদেশ কিংবা মিস ইউনিভার্স বাংলাদেশ’র মতো অনেক প্রতিযোগিতার কথা এতদিন দেখে আসছি আমরা। এবার বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’। আর এতে অংশ নিচ্ছেন শুধুমাত্র বিবাহিত অথবা ডিভোর্সপ্রাপ্ত নারীরা। আয়োজক প্রতিষ্ঠান অপূর্ব ডট কম-এর পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

তারা আরও জানান, গত ২৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছিল ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদনের সময়। প্রায় আট হাজার নারী এই প্রতিযোগিতার জন্য আবেদন করেছেন। তাদের মধ্য থেকে ৫০০ প্রতিযোগীকে বাছাই করা হয়েছে।

প্রাথমিক অডিশনের মধ্য দিয়ে প্রায় ২০০ প্রতিযোগী টিকে আছেন। এদের মধ্য থেকে বাছাই প্রক্রিয়ায় নেওয়া হবে ১০০ জন প্রতিযোগীকে। এরপর বিভিন্ন ধাপে ধাপে বাচাইয়ের পর ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এটি অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর, ঢাকায়। যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি বাংলাদেশের প্রতিনিধি হয়ে ডিসেম্বরে অংশ নেবেন চীনে।

‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’-এর বিচারকদের দায়িত্ব পালন করছেন অভিনেত্রী জাহারা মিতু, অপূর্ব আবদুল্লাহ ও মডেল অন্তু করিম।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close