ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১৫০)


বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ১৯৯৬ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এই বিশ^বিদ্যালয় থেকে শিক্ষালাভ করে হাজারো শিক্ষার্থী নিজ নিজ ক্ষেত্রে যোগ্যতার সাক্ষর রেখে চলছে। দেশীয় শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রয়াসে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এই লক্ষ্যে আশির দশকের শেষদিকে তিনি একটি রূপরেখা দাঁড় করান। সেই রূপরেখার আলোকে প্রতিষ্ঠিত বিশ^বিদ্যালয়টি সময়ের সঙ্গে সঙ্গে আরও সমৃদ্ধ হয়েছে। মেধার মূল্যায়ন ও সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে এই বিশ^বিদ্যালয় আজ অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।দরিদ্র মেধাবীদের সুযোগ দিতে বিশ^বিদ্যালয়ের রয়েছে ফুল ফ্রি স্কলারশিপ ও ওয়েভার সুবিধা। মুক্তিযোদ্ধা সন্তানরাও এখানে ফুল ফ্রি স্কলারশিপ সুবিধা পেয়ে থাকে। শিক্ষার্থীদের জন্য রয়েছে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা।
স্থায়ী ক্যাম্পাসে যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। ঢাকার অদূরে আশুলিয়া ১০ একর জমির ওপর এশিয়ান ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মিত হয়েছে। ইতোমধ্যে সবুজে ভরপুর ক্যাম্পাসটি শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে। এখানে শিক্ষার্থীদের জন্য ফুটবল মাঠ, ক্রিকেট মাঠ, বেসবল ও ভলিবল মাঠ তৈরি করা হয়েছে। এ ছাড়াও ইনডোরে রয়েছে টেবিল টেনিস, ক্যারাম, দাবাসহ অন্যান্য খেলার সামগ্রী সংযোজিত হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close