ময়মনসিংহ বিভাগীয় শহরের প্রাণ কেন্দ্র গাঙ্গিনার পাড় সুচনা শপিং সেন্টারে (বহুতল) রবিবার রাত সাড়ে এগারোটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে,ফায়ার সার্ভিসের পাচঁটি প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে। অগ্নিকান্ডে মার্কেটের তৃতীয় তলার কমপক্ষে ৮/১০টি দোকান ক্ষতি গ্রস্ত হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদুল ইসলাম জানান শহরের গাঙ্গিনার পাড় সুচনা শপিং সেন্টারে (বহুতল) রবিবার রাত সাড়ে এগারোটায় অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা স্থলে দ্রুত চলে এসে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে, বহুতল ভবনের আবাসিক কোয়াটার থেকে বাসিন্দাদের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে নামিয়ে নিয়ে আসেন।
অগ্নিকান্ডে ভবনের সবগুলি তলা ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়, পরে একেএকে ফায়ার সার্ভিসের পাচঁটি ঘটনাস্থলে এসে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
পুলিশ অগ্নিকান্ডের ঘটনার কারণে গাঙ্গিনার পাড় সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এরিপোর্ট লেখা পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি