ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

জয়পুরহাটে কিডনি বিক্রির অভিযোগে দম্পতি আটক
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম আপডেট: ০৮.১১.২০১৯ ১২:৩৬ এএম  (ভিজিট : ১২০)
জয়পুরহাটের কালাই উপজেলার উলিপুর গ্রাম থেকে কিডনি বিক্রির অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে অভিযুক্তদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটকরা হলোÑ ওই গ্রামের মৃত আবু সাইদের ছেলে খাজা মইনুদ্দিন ও তার স্ত্রী নাজমা বেগম। কালাই থানার ওসি আব্দুল লতিফ খান বলেন, এক বছর আগে খাজা মইনুদ্দিন তার স্ত্রী নাজমাকে কিডনি বিক্রি করতে প্রলুব্ধ করেন। পরে নাজমা নিজ ইচ্ছায় তার একটি কিডনি বিক্রি করে। কিডনি বিক্রি যে আইনত দণ্ডনীয় অপরাধ সে ব্যাপারে এর আগে থেকেই ওই এলাকায় মাইকিং, জনসভা, লিফলেট বিতরণ, পোস্টারিং করাসহ বিভিন্নভাবে পুলিশ গণসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। এরপরও মইনুদ্দিন ও নাজমা জেনেশুনে তাদের কিডনি বিক্রি করেছে এমন খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে পরীক্ষা-নিরীক্ষায় ঘটনার সত্যতা পাওয়া গেলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কিডনি বিক্রির কথা স্বীকার করে। অবৈধভাবে কিডনি বিক্রির জন্য তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close