‘অবৈধ স্থাপনা উচ্ছেদে দল মত দেখা হবে না’
চাঁদপুর প্রতিনিধি
|
নদ-নদী ও খালের অবৈধ দখল উচ্ছেদ বিষয়ে করণীয় নির্ধারণে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে চাঁদপুর জেলা প্রশাসকের ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার বলেন, বাংলাদেশ পানি বিধিমালা-২০১৮ অনুযায়ী এবং আরএস খাতিয়ান দেখে পানিসম্পদ মন্ত্রণালয়ের সম্পত্তির সীমানা নির্ধারণ করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে কোনো দল মত দেখা হবে না। জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। |