ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সারাদেশে নৌ চলাচল বন্ধ
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯, ৯:২৫ পিএম  (ভিজিট : ২৪৪)
ফাইল ছবি: সদরঘাট

ফাইল ছবি: সদরঘাট

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আবহওয়া অধিদপ্তর বিপদ সংকেত জারি করার পর চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।  

ঘূর্ণিঝড়ের গতিপথ সরাসরি দেখুন:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম বলেন, ‘আজ (শুক্রবার) সন্ধ্যা ৭টা থেকে ঢাকা নদীবন্দর (সদরঘাট) থেকে দেশের দক্ষিণাঞ্চলগামী দূর পাল্লার লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঢাকা থেকে ভোলা, পটুয়াখালী, বরিশালসহ দূর পাল্লার রুটে লঞ্চ চলাচল করবে না।’

ঘন্টায় ১২৫ কিলোমিটার বেগে সুন্দরবনের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল।’ শুক্রবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান বলেছেন, কাল সন্ধ্যা থেকে মধ্যরাতের মধ্যে এ ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

তিনি বলেন, ‘ঢাকা থেকে চাঁদপুরে লঞ্চ চলাচল রাত ১২টা পর্যন্ত অব্যাহত থাকবে। পরে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেয়া হবে। নারায়ণগঞ্জ-চাঁদপুর রুটের নৌযান চলাচলও বিকেল থেকে বন্ধ। এছাড়া উপকূলীয় এলাকায় স্থানীয়ভাবে লঞ্চ চলাচলও বন্ধ রাখতে বলা হয়েছে।’

বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যার আরও বলেন, ‘তবে পটুয়াখালী, ভোলা, বরিশালের লঞ্চ ঢাকায় আসতে পারবে। ঢাকায় আসা আমরা বন্ধ করিনি।’

শিমুলিয়া-কাঁঠালবাড়ি এবং পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে বিআইডব্লিউটিএ-এর ফেরি সার্ভিস চালু রয়েছে বলেও জানান এম মাহবুব-উল ইসলাম।

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ শনিবার সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close