ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

ভারতে বায়ুদূষণের অপরাধে ৮০ কৃষক গ্রেফতার
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ৮৪)
ভারতের পাঞ্জাবে খড় পোড়ানোর দায়ে অন্তত ৮০ জন কৃষককে গ্রেফতার করেছে পুলিশ। ভয়াবহ বায়ুদূষণে নাকাল ভারতে গত সপ্তাহে খড় পোড়ানোর ওপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা আরোপ করার পরও পাঞ্জাব ও হরিয়ানার খড় পোড়ানো অব্যাহত থাকায় কৃষকদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভারতে বিশেষত দিল্লিতে প্রতিবছর শীতকালে বায়ুদূষণের অন্যতম কারণ হলোÑ কৃষকদের খড় পোড়ানোর রীতি। পাঞ্জাব এবং হরিয়ানায় অন্তত ১৮ মিলিয়ন টন ধান উৎপন্ন হয়। ফলে খড় হয় অন্তত ২০ মিলিয়ন টন। এত পরিমাণ খড় নিয়ে বিপাকে পড়া কৃষক তা আগুনে পুড়িয়ে ফেলে। যার প্রভাবে উৎপন্ন ধোঁয়া দিল্লিসহ আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, ভারতে বায়ুদূষণের প্রভাবে প্রতিবছর ১০ লাখ মানুষ মারা যায়। দেশটিতে বায়ুদূষণের কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে খড়
পোড়ানো। এনডিটিভি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close