ক্লপের চোখে গার্দিওলাই সেরা
ক্রীড়া ডেস্ক
|
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্লপের হৃদয় ভেঙেছেন গার্দিওলার শিষ্যরা। চ্যাম্পিয়ন্স লিগ জেতা লিভারপুলের লিগ শিরোপা উঁচিয়ে ধরা হয়নি ক্লাবটির ইতিহাসের রেকর্ড ৯৭ পয়েন্ট নিয়েও। এক পয়েন্ট বেশি নিয়ে শিরোপা ধরে রাখে ম্যানসিটি। চলতি মৌসুমেও এখন পর্যন্ত শিরোপা জয়ের পথে লড়াই চলছে লিভারপুল-ম্যানসিটির। এখন অবধি অপরাজেয় ক্লপের দল ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। সমান ম্যাচে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানসিটি। অর্থাৎ এ মুহূর্তে প্রিমিয়ার লিগে সিটিজেনরাই লিভারপুলের বড় প্রতিপক্ষ। আর সেই প্রতিপক্ষ শিবিরের কোচকেই সেরা বললেন ক্লপ। গার্দিওলার প্রশংসায় তিনি বলেন, ‘পেপ গার্দিওলার প্রতি আমার তেমন সম্মান নেই, এটা কীভাবে সম্ভব! আমি তাকে অনেক সময় ধরে চিনি, তার সঙ্গে পাল্লা দেওয়ার ভাবনাটাও আমার কাছে দারুণ একটা ব্যাপার। আমার চোখে সেই বিশে^র সেরা কোচ। আমাদের সুযোগ আছে তার দলের বিপক্ষে জেতার। এটা খুব কঠিন, তবে অসম্ভব নয়। এটুকুই আমার জন্য যথেষ্ট।’ হেড-টু-হেডে সমানে সমান গার্দিওলা আর ক্লপ। ১৬ বারের সাক্ষাতে দুজনেরই জয়ের সংখ্য সমান ৭। ড্র হয়েছে অপর দুটি। তবে পরিসংখ্যান আগলে বসে নেই ক্লপ। রোববার রাতের ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবছেন লিভারপুল বস। তিনি বলেন, ‘আমার জন্য এটা শতভাগ ‘জয় চাই’ ম্যাচ। আমরা জিততে চাই এবং এমনটা নিশ্চিত করতে করণীয় সবকিছুই আমরা চেষ্টা করব। এটা যথেষ্ঠ কষ্ট হবে। এরপর দেখব পরিস্থিতি কেমন হয় এবং ওই পরিস্থিতিই ব্যবহার করব।’ ইংলিশ ফুটবলে আগামীকালের ম্যাচটির তাৎপর্য এভাবেই ফুটে উঠে ক্লপের কণ্ঠে, ‘এটা অনেক বড় একটি (ম্যাচ), আমরা সবাই জানি। গোটা বিশ^ এই ম্যাচটি দেখবে। আমি বলতে পারি, শতভাগ, প্রত্যেকে যাদের আমি চিনি। সুতরাং এটা অনেক বড় কিছুই। এমন ম্যাচের জন্য দল হিসেবে আমাদের প্রস্তুত থাকতে হবে। সঠিক কাজগুলো বারবার করতে হবে।’ |