কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনে তোড়জোড়
পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
|
এ প্রসঙ্গে সংগঠনের নবনির্বাচিত সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি বলেন, আমাদের সাংগঠনিক নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সাত দিনের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আমরা সে জন্য জীবনবৃত্তান্ত সংগ্রহ উপকমিটি গঠন করেছি। তাদের কাছে আগামী ১০ নভেম্বরের মধ্যে কৃষক লীগের পদপ্রত্যাশীরা কাক্সিক্ষত পদ উল্লেখ করাসহ, পূর্ণাঙ্গ বায়োডাটা জমা দিতে পারবেন। এখান থেকে যাচাই-বাছাই করে আমরা কমিটি গঠন করব। তারা জানান, কৃষি সংশ্লিষ্ট ও পরিচ্ছন্ন ইমেজের ব্যক্তিদেরই কমিটিতে প্রাধান্য দেওয়া হবে। |