ই-পেপার শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

গায়ানা এগোচ্ছে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনে
প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ১৩৩)
দক্ষিণ আমেরিকা ছোট একটি দেশ, যার নাম গায়ানা। দুর্বল প্রবৃদ্ধি, অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। ৭ লাখ ৮০ হাজার জনসংখ্যার এই দেশটির দক্ষিণ আমেরিকার উত্তর পূর্বাঞ্চলে ব্রাজিল। ভেনেজুয়েলার সীমানাঘেঁষে দেশটির অবস্থান। চলতি বছরে ৪ দশমিক ৪০ শতাংশ প্রবৃদ্ধির পর আগামী বছর প্রবৃদ্ধিতে বিশাল একলাফ দিতে যাচ্ছে দেশটি। আইএমএফের পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর দেশটি ৮৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে যাচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশটির মোট অর্থনীতি ৪০ শতাংশের প্রতিনিধিত্ব করবে তেল খাত। দেশটিতে বিশে^র অন্যতম তেল কোম্পানি এক্সনমবিল তেল খুঁজে পাওয়া গেছে। আর এই তেলের কারণে আগামী বছর চীনের চেয়েও ১৪ গুণ বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পারবে লাতিন আমেরিকার এই দেশটি। কম জনসংখ্যার এই দেশটির মধ্যবর্তী শহরগুলোতে স্বর্ণ, হীরা ও বক্সাইটের মজুদ রয়েছে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close