ই-পেপার বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

নড়াইলে অধিক দামে লবণ কেনাবেচায় ৫ জনকে কারাদণ্ড
প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০১৯, ১১:৩০ এএম  (ভিজিট : ৩৫৮)
নড়াইলে অধিক দামে লবণ কেনাবেচায় এবং গুজব ছড়ানোর কারণে পাঁচ ক্রেতা-বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর নড়াইলের বিভিন্ন বাজার পরিদর্শন করে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে এক ক্রেতা, নাকসী-মাদরাসা বাজারে এক বিক্রেতা ও লোহাগড়ায় তিনজনকে জরিমানা করা হয়।

বিভিন্ন বাজারে অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম বার), অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ারুল ইসলাম, সদর থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএমসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।  এছাড়া লবণের দাম বৃদ্ধি না পাওয়া এবং এক সাথে অনেক লবণ কিনে মজুদ না রাখতে জনসাধারণের উদ্দেশ্যে মাইকিং করা হয়।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, লবণ নিয়ে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের আইনের আওতায় আনা হবে। এছাড়া কোথাও লবণ বেশি দামে বিক্রি ও গুজব ছড়ানো হলে এবং মজুদ রাখলে সেখানে অভিযান পরিচালনা করা হবে। 




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close