আওয়ামী লীগ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। ঢাকা সিটির উত্তর অংশের জন্য আতিকুল ইসলামকে আবার মেয়র পদে মনোনয়ন দিয়েছে দলটি। আর দক্ষিণের জন্য সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
রোববার সকালে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির কার্যালয়ে প্রার্থিতা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।