ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২ অক্টোবর ২০২৩ ১৭ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২ অক্টোবর ২০২৩

আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল: রিটার্নিং কর্মকর্তা
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ৩:৩৫ পিএম | অনলাইন সংস্করণ  Count : 292

সিটি কর্পোরেশনটির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম প্রার্থীদের কতর্ক করে জানান সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল করা হবে।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সতর্কতা দেন।

আবুল কাশেম বলেন, ‘নির্বাচন উপলক্ষে রেকর্ডসংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। যেসব প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। প্রয়োজনে তাদের প্রার্থিতা বাতিলও হতে পারে।’

নির্বাচন কমিশনের তফসিল অনুসারে, আগামী ৩০ জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষদিন ৯ জানুয়ারি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com