ই-পেপার বিজ্ঞাপনের তালিকা সোমবার ২ অক্টোবর ২০২৩ ১৭ আশ্বিন ১৪৩০
ই-পেপার সোমবার ২ অক্টোবর ২০২৩

পদত্যাগ করলেন তাপস
সময়ের আলো অনলাইন
প্রকাশ: রোববার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ৪:৫১ পিএম আপডেট: ২৯.১২.২০১৯ ৫:১৫ পিএম | অনলাইন সংস্করণ  Count : 419

সিটি নির্বাচনে অংশ নিতে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পাওয়ার পরই পদত্যাগ করলেন তাপস।

রোববার দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তিনি পদত্যাগ পত্র জমা দেন। পরে স্পিকার তার পদত্যাগ পত্র গ্রহণ করেন।

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগেও তিনি একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আইন অনুযায়ী সংসদ সদস্য বা অন্য কোনো লাভজনক পদে থেকে নির্বাচন করা যায় না। আগের পদ ছাড়ার পরই চূড়ান্ত মনোনয়ন পত্র জমা দিতে হয়। এজন্য তিনি এমপি পদ ছাড়লেন।

এতে তার আসনটি শূন্য হয়ে গেল। এখন স্পিকার তার আসন শূন্যের বিষয়টি নির্বাচন কমিশনকে জানাবেন। এরপর ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই আসনে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com