ই-পেপার শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

অপেক্ষায় পপি
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ১২:০০ এএম  (ভিজিট : ২৭০)
গেল বছরের মাঝামাঝিতে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার কাজ শুরু করেছিলেন চিত্রনায়িকা পপি। এই সিনেমায় ‘পার্বতী’ চরিত্রে অভিনয় করছিলেন তিনি। কিন্তু সিনেমা নির্মাণের মাঝপথে এসে সিনেমাটির কাজ বন্ধ হয়ে যায়। অথচ এই পার্বতী চরিত্রটি নিয়েই সবচেয়ে বেশি আশাবাদী ছিলেন পপি। কারণ পার্বতী তার স্বপ্নের একটি চরিত্র। কেন পার্বতী হতে হলো তার জন্যই তাকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। আর তা কেমন রূপে দর্শক দেখতে পাবেন সেটাই হচ্ছে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমার মূল চমক। চলতি বছরেও সিনেমাটির বাকি কাজ শেষ হয়নি। তবে আশা করা যাচ্ছে আগামী বছরের শুরুতেই শেষ হয়ে যাবে পপি অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমাটি। পপি বলেন, ‘আমার অনেক স্বপ্নের চরিত্র পার্বতী। নামটি শুনলেই যেন নিজের ভেতর কেমন শিহরিত হই আমি। পার্বতী একটি ঐতিহাসিক চরিত্র। আমার মনে আছে এ চরিত্র নিজেকে যথাযথভাবে উপস্থাপনের জন্য অনেক কষ্ট করে গেটআপ নিয়েছিলাম। বেশ কিছুদিন শুটিংও করেছি। কিন্তু সিনেমাটি শেষ হয়েও শেষ হচ্ছে না। নিজেকে পার্বতীরূপে পর্দায় দেখার জন্য আমি নিজেই মুখিয়ে আছি।’ এ সিনেমায় দেবদাসের চরিত্রে অভিনয় করছেন ফেরদৌস। এদিকে প্রায় শেষ হয়ে এসেছে পপি অভিনীত সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। কিছুদিন আগে ‘ইয়েস ম্যাডাম’ সিনেমাতেও তার নাম ভ‚মিকায় অভিনয় করার কথা ছিল। পপি নতুন বছরে নিজেকে নতুন করে দর্শকের সামনে উপস্থাপন করার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘সিনেমাতে কাজ করি আর নাটকেই কাজ করি নিজেকে ভালো ভালো গল্পের সিনেমা এবং নাটকে উপস্থাপনের চেষ্টা করব। ২০২০ হবে আমার জন্য অন্যরকম এক চ্যালেঞ্জের বছর।’ এদিকে ফিল্ম ক্লাবের কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচন করছেন পপি। আজ নির্বাচন অনুষ্ঠিত হবে।





সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close