ময়মনসিংহের গফরগাঁওয়ে খাতুনে জান্নাত জমিলা জাহানারা মহিলা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী সম্মেলন শনিবার সম্পন্ন হয়েছে। গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হাফেজ মাওলানা মুফতি হাফিজুল্লাহ কাসেমী, হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান সালমানী ও হাফেজ মাওলানা রফিকুল ইসলাম শেরপুরী। সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কেএম এহছান।