ই-পেপার বুধবার ৬ ডিসেম্বর ২০২৩
বুধবার ৬ ডিসেম্বর ২০২৩

গোপালগঞ্জে ফুকরা ইউনিয়ন পরিষদে উপনির্বাচন চলছে
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ২:২৭ পিএম আপডেট: ৩০.১২.২০১৯ ২:৩৪ পিএম  (ভিজিট : ৮০৯)
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহন চলছে। সোমবার সকাল ৯ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহস চলবে বিকাল ৫ টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের চেয়ারম্যান মো. এমদাদুল হক মোল্লা মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হওয়ার কারনে চেয়ারম্যানের পদটি শুন্য হয়। পরে নির্বাচন কমিশন গত ২৫ নভেম্বর এ ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

এ নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। আওয়ামী লীগ মনোনিত প্রয়াত চেয়ারম্যান মো. এমদাদুল হক মোল্লার স্ত্রী নাসরিন সুলতানা নৌকা এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ্যাডভোকেট সিদ্দিকুজ্জামান চশমা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করছেন।

এ ইউনিয়নে ১৬ হাজার ৫৯৫ জন ভোটার ভোট প্রয়োগ করে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৮,২৫৭ জন ও মহিলা ভোটার ৮ হাজার ৩৩৯ জন।

জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে গঠিত ৫ টি মোবাইল টিম, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ন ভাবে এ ভোট গ্রহন চলছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com
close
https://www.shomoyeralo.com/ad/1698384544SA-Live-Update.jpg