ই-পেপার বুধবার ৬ ডিসেম্বর ২০২৩
বুধবার ৬ ডিসেম্বর ২০২৩

আদমদীঘিতে মাদকসহ পাঁচ ব্যবসায়ী গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯, ২:৫৩ পিএম আপডেট: ৩০.১২.২০১৯ ২:৫৯ পিএম  (ভিজিট : ৪০৩)
বগুড়ার আদমদীঘিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা অভিযান চালিয়ে বিভিন্ন মাদকসহ পাঁচ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের নিকট থেকে ৩৭ পিস ইয়াবা, ৮ পিস এ্যাম্পল ও ১০ লিটার দেশীয় মদ উদ্ধার করে।

গত রোববার সন্ধ্যায় উপজেলার সান্তাহারসহ মাদক বিক্রয়ের কয়েটি পয়েন্ট থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘির নামা পোঁওতা গ্রামের মোজাফ্ফর হোসেন দুুদুর ছেলে সবুজ (৩০) লকু পূর্ব কলোনি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে শাহজাহান (৩৭) বশিপুর আদর্শ পাড়ার নওশেদ আলীর ছেলে জিতু (২২) ঘোড়াঘাট এলাকার মোংলা সরদারের ছেলে রমজান আলী (২২) ও গাজীপুরের জয়দেবপুর উপজেলার পশ্চিম ভুরুলিয়া এলাকার ইউছুফ আলীর ছেলে আজগর আলী (৩৭)।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানায়, মাদক বিরোধী অভিযান চালিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় পৃথক পাঁচটি মাদক মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড
এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫। ই-মেইল : shomoyeralo@gmail.com
close
https://www.shomoyeralo.com/ad/1698384544SA-Live-Update.jpg