ময়মনসিংহ ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ
ময়মনসিংহ ব্যুরো
|
![]() ফলে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেললাইনের উপর থেকে সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করে। ![]() এ ঘটনার পর প্রায় দুই ঘন্টা ঢাকা ও ময়মনসিংহের সাথে জামালপুরের ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও ময়মনসিংহ এক্সপ্রেস সহ অন্যান্য লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল। পরে ময়মনসিংহ কেওয়াটখালি শেড হতে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনটিকে উদ্ধার করে নিয়ে আসে এবং রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দুর্ঘটনার প্রকৃত কারন খতিয়ে দেখা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের জন্য গেটম্যানকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস পন্ডিত। |