‘লিমিটেড কোম্পানির জন্য ৭ দিনে নামজারি শিগগিরই’
নিজস্ব প্রতিবেদক
|
ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, শিল্প কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনের উদ্দেশ্যে ক্রয়কৃত জমির নামজারি যেন ‘ফাস্ট ট্র্যাক’ বিবেচনায় ৭ দিনের মাধ্যমে যেন করা যায় সে ব্যাপারে খুব দ্রæত ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার বিভিন্ন বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও জেলার অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দের (রাজস্ব) ভ‚মিসেবা হটলাইন ১৬১২২ প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ের ভ‚মি মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে বক্তব্য প্রদানকালে ভ‚মিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব কথা বলেন। এ সময় সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনাররা ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। কোনো বিনিয়োগকারী লিমিটেড কোম্পানি অথবা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার জন্য উদ্যোক্তারা ‘ফাস্ট ট্র্যাক’ বিবেচনায় শিল্প কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান স্থাপনের উদ্দেশ্যে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ক্রয়কৃত জমির ৭ দিনের মধ্যে নামজারি করার সুবিধা পেলে দেশি-বিদেশি বিভিন্ন বিনিয়োগকারী আমাদের দেশে বিনিয়োগে উৎসাহী হবেন বলে আরও মন্তব্য করেন সাইফুজ্জামান চৌধুরী। হটলাইন উদ্বোধনের এ দুই মাসে প্রাপ্ত ৩০৬১টি অভিযোগের ১২৩৬টি নিষ্পত্তি হয়েছে উল্লেখ করে সাইফুজ্জামান চৌধুরী প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের আরও দ্রæত অভিযোগ নিষ্পত্তি করার নির্দেশ প্রদান করেন। মাঠপর্যায়ে কর্মরত সহকারী কমিশনাদের (ভ‚মি) যেন এ ব্যাপারে আরও ভালোভাবে প্রশিক্ষণ প্রদান করা হয়। এ ব্যাপারেও মন্ত্রী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত বিভাগীয় কমিশনারদের নির্দেশ প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ভ‚মি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী স্থানীয় পর্যায়ে নির্মাণাধীন ভ‚মি অফিসগুলো নিয়মিত মনিটরিং করার জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। |