আল্লাহ বলেছেন, ‘যারা বলে, হে আমাদের রব! আমরা ঈমান আনয়ন করেছি, সুতরাং আপনি আমাদের পাপ ক্ষমা করুন এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করুনÑ তারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমাপ্রার্থনাকারী।’ (সুরা আলে ইমরান : ১৬-১৭)
শিক্ষা
ষ আল্লাহ তায়ালা মুমিনদের গুণ সম্পর্কে আলোচনা করেছেন। ঈমান আনয়নের পর আল্লাহর কাছে দোয়া করা, ক্ষমা প্রার্থনা করা এবং জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করা।
ষ যাদের ভেতর এ গুণ থাকবে তাদের ভেতর আরও অনেক প্রয়োজনীয় গুণের সমাহার ঘটবে। তারা ধৈর্যশীল হবে, কথাবার্তায় সত্যবাদী হবে, সত্য ও ন্যায়ের অনুগামী হবে, আল্লাহর রাস্তায় বেশি বেশি সম্পদ ব্যয় করবে এবং শেষ রাতে তাহাজ্জুদ ও দোয়া-মোনাজাত করবে।
ষ শুধু আমল করা নয়, নিয়মিত আমল করার পাশাপাশি আরও বেশি আমলের জন্য আল্লাহর কাছে দোয়াও করা। একটি নেক আমল করলে আরও অনেক নেক আমল করা সহজ হয়।
ষ ইসলামের আলো ডেস্ক