মুসলমান পরস্পরে সম্পর্ক
|
হজরত আবু মুসা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, এক মুসলমানের সঙ্গে অন্য মুসলমানের সম্পর্ক একটি ভবনের মতো, যার এক অংশ অন্য অংশকে মজবুত করে। অতঃপর রাসুল (সা.) এক হাতের আঙুল অন্য হাতের আঙুলের ভেতর প্রবেশ করিয়ে সেদিকে ইশারা করলেন। (বুখারি : ৩৪৪৬) |