ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

ইবির ৫ প্রশাসনিক পদে নতুন নেতৃত্ব
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২০, ৮:৫০ পিএম  (ভিজিট : ১৫৩)
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইসিটি সেল, কেন্দ্রীয় ল্যাবরেটরিসহ পাঁচ প্রশাসনিক পদে নতুনদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী মনোনীতদেরকে এসব পদে নিযুক্ত করেছেন।

সোমবার রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

জানা যায়, আইসিটি সেলের পরিচালকের দায়িত্ব পেয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া। এবং কেন্দ্রীয় ল্যাবরেটরির পরিচালকের দায়িত্ব পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক দীপক কুমার পাল।

এছাড়াও কেন্দ্রীয় ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক হিসেবে ৩ জনকে নিযুক্ত করা হয়েছে। তারা হলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোনতাসির রহমান, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল আল মোহিত ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শুধাংশু কুমার বিশ্বাস।

উল্লেখ্য, তারা আগামী ১ বছর এ দায়িত্ব পালন করবেন। এছাড়া এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়ম অনুযায়ী সুবিধা পাবেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close