ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

এক মাছেই লাখ টাকা!
প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২০, ৬:১৫ পিএম আপডেট: ১৭.০১.২০২০ ৬:২২ পিএম  (ভিজিট : ২২২)
খুলনার রূপসা পাইকারি মৎস্য বাজারে ১৩৭ কেজি ওজনের একটি মাছ ১ লাখ ৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। বিশাল আকারের সামুদ্রিক এই মাছ স্থানীয়ভাবে কৈবল মাছ নামে পরিচিত।

বৃহস্পতিবার সকালে খুলনার রূপসা পাইকারি মাছের বাজারে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বাজার কমিটির নির্বাহী পরিচালক মো. রমজান আলী হাওলাদার এ মাছটির প্রথম দাম ডাকেন ৬০ হাজার টাকা। এক পর্যায়ে দাম বাড়তে বাড়তে গিয়ে লাখ টাকা ছাড়িয়ে যায়। ইউএনবি।

এব্যাপারে তালা উপজেলার গোবিন্দ সরকার বলেন, ‌‌‘গত সপ্তাহে এ মাছটি আমার দাদোন দেয়া জেলেদের বেন্টি জালে ধরা পড়ে। তবে তিনি জানান, এর আগে এতো বড় কৈবল মাছ কখনও তিনি দেখেননি।’

মাছটির সর্বোচ্চ দরদাতা মো. রমজান আলী হাওলাদার বলেন, ‘মাছটি আমরা ৫০ জন মিলে কিনে বাজারে কেটে ভাগ করে নিয়েছি।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close