ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

সংবাদ সংক্ষেপ
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম  (ভিজিট : ১৫১)
সম্মেলন
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : তাড়াশ উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মাওলানা মো. তৈয়্যুবুর রহমান ত্বহাকে সভাপতি, মাওলানা মো. রবিউল করিমকে সহসভাপতি ও হাফেজ মো. বেলাল হুসাইনকে সাধারণ সম্পাদক করে উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। উপজেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলনে মাওলানা মো. তৈয়্যুবুর রহমান ত্বহার সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মো. মুহিব্বুল্লাহ। উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সহসভাপতি এইচএম আব্দুল্লাহ আল মাহবুব, তাড়াশ উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
মাসিক সভা
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : লোহাগড়া রিপোর্টার্স ইউনিটির মাসিক সভা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ইউনিটির সভাপতি মো. আনোয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখে ইউনিটির উপদেষ্টা মো. লিয়াকত হোসনে, সহসভাপতি ভরত চন্দ্র বিশ^াস, সাধারণ সম্পাদক এসএম আলমগীর কবির, যুগ্ম-সম্পাদক ইমরান হাসান, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, দফতর সম্পাদক জান্নাতুল বিশ^াস, ক্রীড়া সম্পাদক মিতা রহমান, নির্বাহী সদস্য এসএম রাসেল মামুন প্রমুখ।
মতবিনিময়
ডাসার (মাদারীপুর) প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি থানা পুলিশের উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে মাহিদ্র গাড়ি চালকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে থানা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে কালকিনি থানার ওসি মো. নাসির উদ্দিন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালকিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বাহাউদ্দিন সাহিদ, সাবেক সভাপতি এইচএম মিলন, সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম মিন্টু, সদস্য মো. সেন্টু তালুকদার, এসআই অমল প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকী
ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া নাট্য সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার রাতে পুনর্মিলনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নাট্যসংস্থার সভাপতি আব্দুল মান্নান সরকারে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নাট্য সংস্থার সাধারণ সম্পাদক মনজুরুল আলম। আজিজুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল আমুন সরকার, সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম প্রমুখ।
ভবন উদ্বোধন
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : গফরগাঁও উপজেলার কান্দিপাড়া আবদুর রহমান ডিগ্রি কলেজের চতুর্থ তলা আইসিটি কাম একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফাহমী গোলন্দাজ বাবেল এমপি এটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, ভাইস চেয়ারম্যান মো. আতাউর রহমান, কান্দিপাড়া আবদুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কায়ছার হোসেন ভ‚ঁইয়া প্রমুখ।
শ্রদ্ধাঞ্জলি
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তারা। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট নিহত পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মো. বাবুল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের সমাপনী
টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলায় কর্মরত সাংবাদিকদের তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। শুক্রবার বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানের শেষ দিনে সাংবাদিকদের সনদ বিরতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোয়াহেরুল ইসলাম এমপি। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close