ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ওবায়দুল হক ব্যাংক এশিয়ায় উপব্যবস্থাপনা পরিচালক
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম  (ভিজিট : ৫২)
মো. ওবায়দুল হক সম্প্রতি ব্যাংক এশিয়া লিমিটেডে উপব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন। এর আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৪ সালে গ্রামীণ ব্যাংকে ট্রেইনি ম্যানেজার পদে যোগদানের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু হয়। ১৯৮৫ সালে তিনি সিনিয়র অফিসার হিসেবে ইসলামী ব্যাংকে যোগদান করেন। ৩৫ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালনের মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা অর্জন করেন। গ্রামীণ জনগোষ্ঠীর বিনিয়োগ চাহিদা মেটাতে তিনিই প্রথম ইসলামী ব্যাংকে রুরাল ডেভেলপমেন্ট স্কিম চালু করেন। হক রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এ ছাড়াও তিনি দেশ-বিদেশ থেকে ব্যাংকিং বিষয়ের ওপর বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close