ই-পেপার বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

ধানক্ষেতে হেলিকপ্টার!
প্রকাশ: রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০, ৭:৪৩ পিএম  (ভিজিট : ৫২৩)
গাইবান্ধার পলাশবাড়ীতে ধানক্ষেতে হঠাৎ অবতরণ করে ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনা এভিয়েশনের আর-৬৬ এসটুএইড নামের একটি হেলিকপ্টার।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের একটি ধানক্ষেতে জরুরি অবতরণ করে এ হেলিকপ্টারটি। ফাঁকা মাঠে হঠাৎ হেলিকপ্টারের অবতরণ দেখে এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে যাচ্ছিল মেঘনা এভিয়েশনের আর-৬৬ এসটুএইড নামের ওই হেলিকপ্টারটি। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন ও ঘন কুয়াশা দেখে দিনাজপুরে না গিয়ে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের একটি ধানক্ষেতে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করান পাইলট।

স্থানীয় সূত্র জানায়, ধানক্ষেতে হঠাৎ হেলিকপ্টারের অবতরণ দেখে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হেলিকপ্টারের কাছে ছুটে আসে উৎসুক গ্রামবাসী। পাইলট বিষয়টি খুলে বললে তাদের আতঙ্ক কেটে যায়। এরপর হেলিকপ্টারটি দেখার জন্য ওই মাঠে ভিড় জমান সব বয়সী নারী-পুরুষ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close