ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

বিভিন্ন স্থানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০, ১২:০০ এএম  (ভিজিট : ১০৪)
শৈশব থেকে ‘গণতন্ত্র চর্চা’ আর শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন কর্মকাণ্ডে শিক্ষার্থীদের যুক্ত করতে দেশের মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। দেশের ২২ হাজার ৯২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়। নিজস্ব প্রতিবেদক এবং প্রতিনিধিদের পাঠানো খবরÑ
লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের জেলা শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা জানান, ২৫৪ শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। এর মধ্যে পাঁচ উপজেলার ১৬৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৮৮টি দাখিল মাদ্রাসা রয়েছে।
হবিগঞ্জ : জেলার বাহুবল উপজেলার পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে দরিদ্র স্টুডেন্ট কেবিনেট নির্বাচন পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান প্রমুখ।
চৌহালী (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের যমুনাবিধ্বস্ত চৌহালীর খাসকাউলিয়া কে আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৪১৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
কাপাসিয়া (গাজীপুর) : উপজেলার ৭৪টি উচ্চ বিদ্যালয় ও ৬৫টি মাদ্রাসায় শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কেবিনেট নির্বাচন করে। কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভোটকেন্দ্র ঘুরে দেখেন উপজেলা চেয়ারম্যান মো. আমানত হোসেন খান।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) : সরাইল ও নাসিরনগর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্বাচন চলাকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আজহারুল ইসলাম ভুঁইয়া, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া কেন্দ্র পরিদর্শন করেন।
কুড়িগ্রাম : কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে স্টুডেন্ট কেবিনেট সদস্য হিসেবে ১৬ শিক্ষার্থী অংশ নেয় বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুরুল হক।
গফরগাঁও (ময়মনসিংহ) : শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করে।
নওগাঁ : জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মোবারুল ইসলাম জানিয়েছেন, জেলায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ৪৬৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২০৭টি মাদ্রাসায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর : সহকারী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল বারী জানান, জেলার ৬৫১টি মাধ্যমিক বিদ্যালয় ও দুই শতাধিক দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।









সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close