ই-পেপার শনিবার ২০ এপ্রিল ২০২৪
শনিবার ২০ এপ্রিল ২০২৪

মুজিববর্ষে ৭শ’ থানায় চারটি করে হেল্প ডেস্ক স্থাপন : আইজিপি
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০, ৬:৪১ পিএম  (ভিজিট : ৩২৫)
পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মুজিববর্ষে দেশের ৭০০ থানায় চারটি করে হেল্প ডেস্ক স্থাপন করা হবে।

তিনি বলেন, গত এক বছরে পুলিশের জরুরি সেবা ৯৯৯ নাম্বারে দুই কোটি কল করেছেন সেবা প্রত্যাশীরা। এর মধ্যে ৫০ লাখ কলের সেবা দেয়া হয়েছে। এ সেবা আরও প্রসারের নানা উদ্যোগ নেয়া হয়েছে।

মুজিববর্ষে দেশের সব থানায় নতুন গাড়ি দেয়া হবে জানিয়ে তিনি বলেন, পুলিশের জীবনমান উন্নয়নে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে; ব্যারাকের উন্নয়ন করা হচ্ছে।

সিলেট পুলিশ লাইনসে রোববার দুপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে তিনি সিলেট পুলিশ লাইনসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও অস্ত্রাগারের উদ্বোধন করেন। পরে বেলুন উড়িয়ে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন এবং পরবর্তীতে অগ্নিশিখা প্রজ্বলন করেন আইজিপি।

এর আগে দুপুর সাড়ে ১২টায় সিলেট এসে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন তিনি। এ সময় সিলেটের ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়াসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close