ই-পেপার শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সালমা খান রানুর কবিতার বই ‘কৃষ্ণতিথি চাঁদ’
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০, ২:০৭ পিএম  (ভিজিট : ৪০১)
বিশ্বসাহিত্য ভবন থেকে বেরিয়েছে সালমা খান রানুর কবিতার বই কৃষ্ণতিথি চাঁদ। নাট্যকর্মী রানুর এটি প্রথম কবিতার বই।

বইয়ের কবিতাগুলোয় উঠে এসেছে প্রেম, বিরহ, দেশ ও সমসাময়িক বাস্তবতা। শৈশব থেকেই লেখালেখির প্রতি আগ্রহ। তখনই জেগেছে লেখক হওয়ার স্বপ্ন। প্রতিদিনের ডায়েরির পাতাই পরবর্তীতে লেখার ভুবনে নিয়ে এসেছে।

কবিতা, ছোট গল্প, উপন্যাস সব লেখাতেই স্বাচ্ছন্দ্য। নিয়মিত লিখছেন বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিনের পাতায়।

‘কৃষ্ণতিথি চাঁদ’ বইয়ের প্রসঙ্গে সালমা খান রানু বলেন, বইয়ের নামের মাধ্যমে আমি বুঝিয়েছি, দুঃসময় অতিক্রান্ত মুহূর্ত। মানুষের জীবনে দুঃসহ স্মৃতি ও জীবনের চরম মুহূর্ত নতুন করে বাঁচতে শেখায়। আমি আমার লেখায় কখনো প্রেম, কখনো সংগ্রাম, কখনো সুন্দর মুক্ত জীবনের কথা বলেছি। বলতে চেয়েছি নাগরিক জীবনে মানুষ কতোটা যান্ত্রিক ও অসহায়।

বইমেলায় বইটি ১৫০ টাকার বিনিময়ে পাওয়া যাবে বিশ্বসাহিত্য ভবনের ২৪ নম্বর প্যাভিলিয়নে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close