ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ইয়েমেনের বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে সৌদি
প্রকাশ: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৪:০৭ পিএম  (ভিজিট : ২৩৭)
সৌদি আরবের বিভিন্ন নগরী লক্ষ্য করে ইয়েমেনের বিদ্রোহীদের চালানো ক্ষেপণাস্ত্র হামলা রিয়াদ ঠেকিয়ে দিয়েছে। এটি ছিল ইয়েমেন বিদ্রোহীদের সর্বশেষ আন্তঃসীমান্ত হামলা। খবর এএফপি’র।

সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএস) বৃহস্পতিবার পরিবেশিত জোটের এক বিবৃতিতে বলা হয়, ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহী গ্রুপ এসব ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকির বরাত দিয়ে এসপিএ জানায়, ‘তারা সৌদি আরবের বিভিন্ন নগরী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন।’

তিনি আরো জানান, ‘ইয়েমেনের রাজধানী সানা হুতি বিদ্রোহীদের একটি ঘাঁটিতে এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কেন্দ্রে পরিণত হয়েছে। আর এসব ক্ষেপণাস্ত্রের প্রধান লক্ষ্য সৌদি আরব।

সৌদি আরব শক্তিশালী বিভিন্ন অস্ত্র হুতি বিদ্রোহীদের কাছে সরবরাহ করায় ইরানকে দায়ী করে। অপরদিকে তেহরান তাদের বিরুদ্ধে উত্থাপিত রিয়াদের অভিযোগ বরাবরই প্রত্যাখান করে আসছে। বাসস




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close