ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

বাঘায় শ্রমিক নেতার বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ৪
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:১৩ পিএম  (ভিজিট : ১৩৪)
রাজশাহীর বাঘা উপজেলায় আলতাব হোসেন নামে এক শ্রমিক নেতার বাড়িতে অভিযান চালিয়ে দুটি দেশি অস্ত্র, ৪০ ইঞ্চি লম্বা হাঁসুয়া ও ২২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। বাঘা থানা পুলিশের একটি সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ মিলিক বাঘা গ্রামে বাঘা উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাব হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
এ সময় পুলিশ আলতাব হোসেন (৫৫), তার ছেলে বিপ্লব (৩২) ও বাবুর (২৮) ঘর তল্লাশি করে পুলিশ দুটি দেশি অস্ত্র, ৪০ ইঞ্চি লম্বা হাঁসুয়া, ২২ বোতল ফেনসিডিল, চারটি মোবাইল ফোন এবং ১ লাখ ৩০ হাজার টাকা জব্দ এবং তাদের আটক করে। এ সময় ওই বাড়িতে মাদক সেবন করতে আসা চÐীপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে মেরিলকে (৩৫) আটক এবং তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে। এ ঘটনায় এসআই লুৎফর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানান, অপরাধী যেই হোক তার কোনো ছাড় নেই। এ ঘটনায় মাদক, অস্ত্র এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে তিনটি ধারা সংযুক্ত করে মামলা করা হয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close