ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

কোরআনের আলো
পৃথিবীতে ঈমান যাচাই করে নেওয়া
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৫৯ পিএম  (ভিজিট : ১২৪)
আল্লাহ তায়ালা বলেন, ‘যারা ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে যান। আর যারা কুফরি করে তাগুত তাদের অভিভাবক। তারা তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। তারাই জাহান্নামের বাসিন্দা। সেখানে তারা চিরকাল থাকবে।’ (সুরা বাকারা : ২৫৭)
শিক্ষা যারা আল্লাহর প্রতি আস্থা ও বিশ^াস রাখবে তারা আল্লাহর হেফাজতে থাকবে। আল্লাহ তাদের ঈমানের কারণে যাবতীয় অন্ধকার থেকে আলোর পথে বের করে আনবেন এবং আলোকিত পথে পরিচালিত করবেন।
ষ আর যারা আল্লাহর প্রতি বিশ^াস স্থাপন করবে না, তাগুত ও প্রতিমা হবে তাদের অভিভাবক। কুফরির কারণে তাদের অন্তর কলুষিত হয় এবং অন্ধকারের পথে পরিচালিত হয়।
ষ ঈমানদারদেরকে পরকালে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। আর কাফেররা তাদের উপাসক মূর্তির সঙ্গে জাহান্নামের দিকে যাবে।
ষ জান্নাতে গেলে চিরকাল সেখানেই বসবাস করার সুযোগ হবে আর জাহান্নামে গেলে অনন্তকালের জন্য জাহান্নামেই
থাকতে হবে। তাই পৃথিবীর জীবনে ঈমানকে পূর্ণ করে নেওয়া বুদ্ধিমানের কাজ।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close