ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

দেশে প্রথমবারের মতো পালিত হবে জাতীয় ‘বীমা দিবস’
প্রকাশ: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম  (ভিজিট : ৪০৩)
আগামী ১ মার্চ সারা দেশে প্রথমবারের মতো পালিত হবে জাতীয় ‘বীমা দিবস’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটির উদ্বোধন করার কথা রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন বলে এই দিনটিতে জাতীয় বীমা দিবস উপলক্ষে উদযাপন করা হবে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এ তথ্য জানা গেছে। বীমা  কোম্পানিতে জাতির পিতার যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখার উদ্দেশে ১ মার্চকে ‘জাতীয় বীমা  দিবস’ ঘোষণা করা হয়েছে। দেশের বীমা খাতের বিস্তারের ও বীমা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বীমা দিবসটি উদযাপনের লক্ষ্যে চলতি ২০১৯-২০ অর্থবছরে দেড় কোটি টাকার বরাদ্দও দেওয়ার একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। দিবসটি বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে ১৯টি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অর্থ মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী ‘বীমা দিবসে দেড় কোটি টাকার মধ্যে উদযাপনে প্রস্তুতিমূলক সভা, আপ্যায়ন স্টেশনারি ও বিবিধ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭ লাখ টাকা। এসব কাজ করবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ ছাড়া ভেন্যু ব্যবস্থাপনা, ভিডিও ডকুমেন্টারি তৈরি ও প্রদর্শন, ক্রোড়পত্র প্রকাশ আপ্যায়ন ব্যয়, ক্রেস্ট তৈরি র‌্যালির জন্য গেঞ্জি এবং ক্যাপ ক্রয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইভেন্ট ম্যানেজমেন্ট (সিটি ব্র্যান্ডিংসহ), স্যুভেনিয়র, বিজ্ঞাপন, মুদ্রণ এবং বিবিধ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩০ লাখ টাকা। এদিকে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি এ দিবস উপলক্ষে বিভিন্ন সভা ও সেমিনার আয়োজন করবে। এ জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০ লাখ টাকা। দেশের সব উপজেলায় বীমা দিবসে র‌্যালি ও উদ্ভ‚দ্ধকরণ সভা, রচনা প্রতিযোগিতা আয়োজন ও শ্রেষ্ঠ ছয়জনকে পুরস্কার প্রদান করা হবে। এজন্য ৬৪ জেলার সদর উপজেলায় বরাদ্দ রাখা হয়েছে ৪০ হাজার টাকা। এক্ষেত্রে ৬৪ জেলার জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৫ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া সদর ব্যতীত ৪৩২টি উপজেলায় ২০ হাজার টাকা করে ৮৬ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।







সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close