ই-পেপার বুধবার ১৭ এপ্রিল ২০২৪
বুধবার ১৭ এপ্রিল ২০২৪

অর্থনৈতিক মন্দার শঙ্কায় ইতালি
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪৬ পিএম  (ভিজিট : ১০০)
ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চারশো ছাড়িয়েছে। বুধবার রাতে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৫ শতাংশ বেড়েছে। এর আগে বিশ^ স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও) জানায়, প্রথম বারের মতো চীনের বাইরে দ্রæত গতিতে ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এই ভাইরাস। বিবিসি।
করোনাভাইরাসের কারণে ইতালি অর্থনৈতিক মন্দায় পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। শহরের খালি ক্যাফে আর বহু হোটেল বুকিং বাতিল হয়ে যাওয়ায় এই আশঙ্কা জোরালো হচ্ছে। তবে ইতালির স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ইইউ হেলথ কমিশনার স্টেলা কাইরিয়াকিডস বলেছেন, পরিস্থিতি উদ্বেগজনক কিন্তু আমাদের ভীত হওয়া চলবে না।
চীনের বাইরে ইউরোপে ইতালিতে সবচেয়ে বেশি দ্রæত গতিতে এই ভাইরাস ছড়াচ্ছে। ইতালি কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাসের সবচেয়ে বেশি প্রাদুর্ভাব ঘটেছে দেশের উত্তরাঞ্চলীয় শিল্প এলাকা লম্বারদিতে। এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে মারা গেছে ১২ জন। প্রাদুর্ভাব ঠেকাতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ^স্ত করেছে সরকারি কর্মকর্তারা। বন্ধ করে দেওয়া হয়েছে বহু স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয়, সিনেমা হলসহ জনসমাগম স্থান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close