ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

এবার বাড়ল পানির দাম
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৩৪ পিএম আপডেট: ২৮.০২.২০২০ ৮:৩৭ পিএম  (ভিজিট : ২৫০)
বিদ্যুতের দামের পর এবার পানির মূল্যবৃদ্ধির ঘোষণা এলো। জানা গেছে, এপ্রিলের ১ তারিখ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বুধবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ সাইদ-উর-রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তার সই করা অফিস আদেশে পানির দাম বাড়ানো হয়েছে।

পানির এ মূল্যবৃদ্ধি ঢাকা ও চট্টগ্রামে প্রযোজ্য হবে। আদেশ থেকে জানা গেছে, আগে ঢাকা ওয়াসায় প্রতি হাজার লিটার আবাসিক পানির দাম ছিল ১১ টাকা ৫৭ পয়সা। মূল্যবৃদ্ধির পর এ দাম বেড়ে হচ্ছে ১৪ টাকা ৪৬ পয়সা। বাণিজ্যিক প্রতি হাজার লিটার পানির দাম ছিল ৩৭ টাকা ৪ পয়সা। এখন সেটা বেড়ে হচ্ছে ৪০ টাকা।

আর চট্টগ্রাম ওয়াসার প্রতি হাজার লিটার আবাসিক পানির দাম ছিল এতদিন ৯ টাকা ৯২ পয়সা। এখন সেটা ১২ টাকা ৪০ পয়সা। আর আগে চট্টগ্রাম ওয়াসায় বাণিজ্যিক প্রতি হাজার লিটার পানির দাম ছিল ২৭ টাকা ৫৬ পয়সা। দাম বাড়ার পর থেকে এ ক্ষেত্রে গুণতে হবে ৩০ টাকা ৩০ পয়সা।

ওয়াসা কর্তৃপক্ষ দাম বাড়ার কারণ হিসেবে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধিকে দায়ী করেছে। 




এই ক্যাটেগরির আরো সংবাদ


সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close