ই-পেপার শুক্রবার ২৯ মার্চ ২০২৪
শুক্রবার ২৯ মার্চ ২০২৪

সিলেটে সেই যুবকের শরীরে মেলেনি করোনাভাইরাস
প্রকাশ: রবিবার, ৮ মার্চ, ২০২০, ৬:১৪ পিএম  (ভিজিট : ২৩৪)
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের (সিলেট সদর) আইসোলেশন ইউনিটে ভর্তি দুবাই ফেরত যুবকের (৩২) শরীরে করোনার অস্থিত্ব মেলেনি বলে সময়ের আলোকে জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

তিনি বলেন, আমাদের কাছে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টে করোনামুক্ত শনাক্ত হয়েছে। আজ না হয় কালই তাকে ছেড়ে দেয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বুধবার (৪ মার্চ) দুপুরে নগরীর পাঠানটুলাস্থ একটি বেসরকারি হাসপাতালে জ্বর, কাশি ও মাথাব্যথা নিয়ে চিকিৎসা নিতে যান সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ওই প্রবাসী যুবক। চিকিৎসকরা তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেন।

কিন্তু তিনি তা না করে বাসায় অবস্থান করেন। পরে রাতে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে চিকৎসা নিতে গেলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর) কোয়ারেন্টাইনের জন্য পাঠানো হয়।

ওই প্রবাসী গত ২৯ ফেব্রুয়ারি দুবাই থেকে দেশে ফেরেন। এরপর তিনি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close