গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) শুন্য আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, করোনা আতংকের মধ্যেও সকাল থেকেই নারী ভোটাররা ভোট দেয়ার জন্য দীর্ঘলাইনে দাড়িয়ে আছে। এছাড়া ভোটকেন্দ্রের বাহিরে প্রার্থীদের নির্বাচনী ক্যাম্প, কর্মী-সমর্থক, ভোটার ও জনগনের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। সেইসাথে ভোটকেন্দ্রগুলোর আশেপাশে অস্থায়ী দোকানপাট বসায় কেন্দ্রগুলোকে মেলায় পরিনত হতে দেখা গেছে।
সকালে সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, নারী ভোটারদের দীর্ঘলাইন। একই অবস্থা মাঠের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ নির্বাচনী এলাকার প্রায় প্রতিটি ভোটকেন্দ্রেই নারী ভোটারদের উপস্থিতি ছিল পুরুষদের চেয়ে বেশি।
প্রিজাইডিং কর্মকর্তারা জানায়, সকাল থেকেই নারী ভোটাররা ভোট দেয়ার জন্য লাইনে দাড়িয়েছে। তবে নারী ভোটারদের পাশাপাশি উল্লেখ্যযোগ্য সংখ্যক পুরুষ ভোটারদেরও ভোট দিতে দেখা গেছে।
পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা নিয়ে গাইবান্ধা-৩ সংসদীয় আসনে একটি পৌরসভা ও ১৯টি ইউনিয়নে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ২১১ জন।১৩২টি ভোটকেন্দ্রের ৭৮৬টি ভোট কক্ষে ভোটাররা তাদের ভোটারধিকার শান্তিপূর্ণ পরিবেশে প্রয়োগ করছেন। সংসদীয় এই আসনে ১৩২জন প্রিজাইডিং অফিসার, ৭৮৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৫৭২ পোলিং অফিসার ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন।
এ আসনের উপ-নির্বাচনে রয়েছেন ৪ জন বৈধ প্রার্থী। এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী এ্যাড. উম্মে কুলছুম স্মৃতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী মইনুর রাব্বী চৌধুরী রোমান এবং জাসদ মনোনীত প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি। ভোটের মাঠে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মশাল প্রতিকের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি নৌকার প্রার্থীকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাড়ানোর ফলে এ আসনের উপ-নির্বাচনে ভোটযুদ্ধে মাঠে রইলেন ৩ জন প্রার্থী।