ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

সচেতনতার বার্তা দিলেন ফেরদৌস
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২০, ১২:০০ এএম  (ভিজিট : ৪৯)
বিশ^ আজ করোনাভাইরাসে আক্রান্ত। সবাই যার যার অবস্থানে থেকে নিজেদের সচেতন রাখার পাশাপাশি পাশের জনকেও সচেতন করার চেষ্টা করছেন। অনেক তারকাও দেশের মানুষদের সচেতন করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন। সেই ধারাবাহিকতায় ফেরদৌসও এগিয়ে এলেন। দেশের করোনাভাইরাসের খবরে নিজেকে ১৩ মার্চ থেকেই গৃহবন্দি করে রেখেছেন। মা, স্ত্রী, সন্তানকে রাজধানীর বনানী ডিওএইচএসের বাসায় পরিবারের সবাইকে নিয়ে পারিবারিকভাবেই সময় কাটাচ্ছেন। ভক্ত-অনুরাগীদের প্রতি বিনীত অনুরোধ করে ফেরদৌস বলেন, ‘সত্যি বলতে কী এই মুহূর্তে শুধু আমাদের দেশ নয়, সারা বিশ^ এক বিশাল মহামারীতে আক্রান্ত। করোনাভাইরাসের মতো শক্তিশালী এই ভাইরাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। আর সেই যুদ্ধটা করতে হবে আমাদেরকে নিজেদেরকে ঘরের মধ্যে থেকেই। আমরা কেউ কোথাও যাব না খুব জরুরি কোনো কিছু দরকার না হলে। ঘরের মধ্যে থেকেই নিজের পরিবারকে নিরাপদে রাখতে হবে। পাশাপাশি অন্য পরিবারকেও নিরাপদের মধ্যে রাখতে হবে।’ তিনি তরুণদের উদ্দেশে বলেন, ‘তরুণরা ঘরের মধ্যে থাকতে চায় না। কারণ তারা প্রায়শ বলে, ঘরের মধ্যে এতটা সময় কাটানো যায় নাকি। তাদের উদ্দেশে বলব, সত্যি বলতে কী একজন তরুণের কারণে যদি করোনাভাইরাস তার পরিবারের সবার মধ্যে ছড়িয়ে পড়ে সেটা রোধ করা হয়তো আর কোনোভাবেই সম্ভব না। তাই নিজের পরিবারের সবার কথা ভেবে তরুণদের ঘরের মধ্যে নিজেকে গৃহবন্দি করে রাখাটাই আমি শ্রেয় মনে করি। এভাবে আমরা প্রত্যেকেই যদি নিজেদের অবস্থানে সচেতন হই তাহলেই করোনাভাইরাসের বিরুদ্ধে আমরা যুদ্ধে জয়ী হতে পারব।’






সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close