ই-পেপার শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

করোনা মোকাবেলায় চীন থেকে এলো কিট ও মাস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০, ১০:০২ পিএম  (ভিজিট : ৫৯)
নিজেরা করোনা জয় করে এখন বিশ্বব্যাপী চিকিৎসা সহায়তা শুরু করেছে করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীন। বৃহস্পতিবার দেশটি থেকে বাংলাদেশে এসেছে কিট ও মাস্কের বিশাল এক চালান। এত ১০ হাজার টেস্ট কিটের সঙ্গে রয়েছে প্রথম সারির ডাক্তারদের জন্য ১০ হাজার পার্সোনাল প্রকেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) ও ১ হাজার থার্মোমিটার। কুনমিং থেকে আসা চীনের একটি কার্গো উড়োজাহাজ বিকাল সাড়ে চারটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় এসব সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ শাখা থেকে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, বিকালে চীনের রাষ্ট্রদূত লি জিমিং বিকালে এসব চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন। এদিন দুপুরে চীনা দূতাবাস জানায়, চীনের কুনমিং শহর থেকে বিশেষ ফ্লাইটে কিট, পিপিই ও থার্মোমিটার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে চীনা দূতাবাসের পক্ষ থেকে এসব সরঞ্জামাদি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে হস্তান্তর করা হয়। এর আগে চীন দূতাবাস থেকে এক ফেসবুক পোস্টে জানানো হয়, চীন থেকে আসা করোনা মোকাবেলায় ব্যবহৃত চিকিৎসা সামগ্রীর সরবরাহ কিট গ্রহণ করার জন্য রাষ্ট্রদূত লি জিমিং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত


ভারপ্রাপ্ত সম্পাদক: কমলেশ রায়, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক গাজী আহমেদ উল্লাহ
নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।

ফোন : +৮৮-০২-৯৬৩২৩৬৮-৭৪, ফ্যাক্স : +৮৮-০২-৯৬৩২৩৭৫ | ই-মেইল : shomoyeralo@gmail.com
close